যশোর প্রতিনিধি: যশোরে নুরুজ্জামান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে যশোর সদরের হামিদপুর গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশ জানায় শুক্রবার দুপুরে নুরুজ্জামান পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।