শার্শা প্রতিনিধি ॥ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন হয়ে ১২ জানুয়ারী ঢাকার টঙ্গীতে বিশ^ এস্তেমায় যোগ দিতে বিদেশী মুসল¬ীদের ঢল নেমেছে। গত তিনদিন যাবৎ বিদেশী মুসল¬ীরা বেনাপোল হয়ে ঢাকায় তুরাগ নদীর পাড়ে এস্তেমায় যোগ দিতে যাচ্ছে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে বেশী সংখ্যক বিদেশীদের এস্তেমায় যোগ দিতে আসতে দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশনের বিদেশী ডেস্কে অত্যান্ত সতর্কতার সাথে তাদের পাসপোর্ট এর আনুষ্ঠানিকতা করতে দেখা গেছে ইমিগ্রেশন অফিসারদের। পাসপোর্টে কোন সমস্যা থাকলে অফিসারদের পাসপোর্টযাত্রীর সাথে বিস্তারিত কথা বলতে দেখা গেছে। ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ভারত, পাকিস্থান , আফগানিস্থান, তুর্কিস্থান, ও ইন্দোনেশিয়ার যাত্রী এ পথে বেশী আসছে। এরা কয়েকদিন আগে থেকে ঢাকায় বিশ^ এস্তেমায় যোগ দিতে বেনাপোল হয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছে। মুসলি¬দের কাজে কোন রকম গাফিলতি হচ্ছে না। সাথে এখানে বিদেশী মুসল¬ীদের জন্য বেনাপোলের বাগে জান্নাত নামে একটি মাদরাসার ছাত্ররা তাদের খেদমতের জন্য সার্বিক তত্বাবধায়ন করছে। ইমিগ্রেশনের পিছনে বিদেশীদের পাসপোর্টের ইডিকার্ড লেখার কাজে সহযোগিতা করছে ঐ মাদরাসার ছাত্ররা। তিনি আরো জানান, বেনাপোল ইমিগ্রেশন ও কাষ্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার পর বিদেশী মেহমানদের বাগে জান্নাত নামে ঐ মাদরাসায় বিশ্রামের ব্যবস্থা করেছে।