পারুলিয়া প্রতিনিধি ॥ দেবহাটার পারুলিয়ার কোমরপুরে গতকাল মাদক ও জঙ্গী বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় কোমরপুর দ্যা চ্যালেঞ্জার একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে কুলিয়া ক্রিকেট একাদশ। তরুন সংঘের আয়োজনে এবং আশিক এন্টার প্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাদক ও জঙ্গী বিরোধী টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা শ্রেষ্ঠ্য করদাতা আলহাজ্ব আল ফেরদৌস আলফা, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন হীরা মেম্বর, সভাপতিত্ব করেন ইউপি সদস্য আঃ আলীম, বিশেষ অতিথি ছিলেন সম্পাদক রাসেল আহমদ, তাতীলীগের নাসির উদ্দীন, খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ্য করদাতা আশিক এন্টার প্রাইজের পরিচালক আজহারুল ইসলাম, রেফারি ছিলেন সমুন কুমার মন্ডল ও সাগর হোসেন। খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিত ঘটে।