মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ মৌতলায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১লা বৈশাখ। কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউণিয়ন পরিষদের উদ্যোগে মৌতলা প্রভাতি সংঘের আয়োজনে গত শনবিার সকাল ৯টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তন থেকে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এসে সমাপ্তি হয়। উক্ত শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। মৌতলার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিমু রেজা এমপি কলেজ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়,লাইসিয়াম প্রিÑক্যাডেট স্কুল,৩৭ নং মৌতলা সরকারী প্রথমিক বিদ্যালয়,৩৮ নং মৗতলা সরকারী প্রথমিক বিদ্যালয়,পানিয় আদর্শ সাধ্যমিক বিদ্যলয়,পানিয় সরকারী প্রথমিক বিদ্যালয়, পূর্ব পানিয়া সূর্য মুখী প্রিক্যাডেট স্কুল, অংশ গ্রহন করে। শোভাযাত্রা শেষে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে আলচনা সভা,পান্তা ভোজ ,পিঠা উৎসব ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনারুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, এসময় আরও বক্তব্য রাখেন পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, মৌতলা ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, নজরুল ইসলাম, ফেরদাউস মোড়ল প্রমূখ।