আশাশুনি অফিস ঃ আশাশুনির পলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। ঘটনা উলেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়দল গ্রামের বিভূতি ঢালীর মৎস্য ঘেরে। জানাগেছে, বড়দল মৌজায় বিভূতি ঢালী নিজের ও ডিডকৃত প্রায় ১৬ বিঘা জমিতে দীর্ঘদিন যাবত মাছ ও ধান চাষ করে থাকেন। কিন্তু গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র ইউপি সদস্য দেবব্রত মন্ডল (৩৮) ও তার দলীয় লোকজন ঘেরটির ভেতরে তাদের জমি আছে এই অজুহাতে সেটি দখল করতে নানা ধরনের পায়তারা শুরু করে। তার জের ধরে শুক্রবার রাতে ইউপি সদস্য দেবব্রতের নেতৃত্বে তার দলীয় ১০/১২ জন উক্ত মৎস্য ঘেরে অতর্কিতে হামলা করে। এ সময় ঘেরে থাকা বড়দল গ্রামের শিবপদ সরকারের পুত্র ভীম সরকার (৫০), দুলাল ঢালীর পুত্র দিবাকর (৩৫), বসন্ত ঢালীর পুত্র দুলাল ঢালী (৬৬) ও বিভূতি ঢালীর স্ত্রী কবিতা ঢালী (৪৭) গুরুতর আহত হয়। গুরুতর আহতদের স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করে। হামলা কারিরা ঘেরের মাছ ও প্রয়োজনীয় মালামাল লুট করেছে বলে এজাহারে উলেখ করা হয়েছে। এ ব্যপারে ইউপি সদস্য বলেন-ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।