এফএনএস: চলতি অর্থবছরে সরকারের সকল প্রকল্প জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভ‚মিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, যত পেন্ডিং কাজ আছে দ্রুত এ মাসের মধ্যেই শেষ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে অযথা অপচয় যেন না হয়। গতকাল মঙ্গলবার সকালে পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘরিয়ায় সুধীজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে ভ‚মিমন্ত্রী এ আহŸান জানান। সরকারের রূপকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে শামসুর রহমান শরীফ বলেন, আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়ার। শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমাদের পরিচয় হবে। সকলের চেষ্টায় অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সকলকে সামিল থাকার আহŸান জানান।