শ্যামনগর অফিস : শ্যামনগরের বুড়িগোয়ালী ইউনিয়নে দাতিনাখালীর ৫নং পোল্ডারের বেড়ীবাধদে ভাঙ্গন মারাত্মক হয়ে উঠেছে। বর্তমানে বেড়ীবাধের দুই তৃতীয়াংশ নদীতে চলে গেছে। ক্রমান্নেয়ে আরো অবনতির দিকে অগ্রসর হচ্ছে । জুয়ার এলে ভেড়ী বাঁধ উপেক্ষা করে এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা। এছাড়া কাঁকড়া হ্যাচারীর সামনে দেওয়া রিং বাঁধ ছিদ্র হয়ে লোনা পানি ঢুকছে। অথচ এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি অধিনায়ক সহ কর্মকর্তাবৃন্দদের অবহিত করেছে। পানি উন্নয়ণ বোর্ডের এসও মাসুদ রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজিবি অধিনায়কের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করেছেন। এলাকার মানুষ ভাংঙ্গন আতঙ্কে বসবাস করছে। এরপরেও বেড়েীবাঁধের অবস্থা আরও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিত্বে বালির বস্তা এবং বাঁশের পাইলিং করে ভাঙ্গন রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা পাওয়া যায়নি। তারা বলেন বরাদ্ধ না থাকলে ভাঙ্গন কুলে কাজ করা সম্ভব নয়। উক্ত স্থান ভেঙ্গে গেলে শ্যামনগর উপজেলা সহ কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন নদীর পানিতে প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হবে। ইতিমধ্যে ভাঙ্গন রোধে জাইকা প্রকল্পের অর্থায়নে কারিতাস কাজ করেছে। সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা জানান, ঐ এলাকায় ব্লক বসানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে সময় লাগবে এখনও ৫ মাস। এ মুহুত্বে বাঁধটি সংস্কার খুবই জরুরী।