মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলা সদর দিয়ে প্রবাহিত কাঁকশিয়ালী নদীতে ডুবে যাওয়া ইঞ্জিন চালিত বালু ভর্তি নৌকা ডুমুরীর সহযোগীতায় উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার বেলা ১১টার দিকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুর ২টার দিকে শুইলপুর বালুর চর থেকে বালু ভর্তি নৌকাটি ফেরার পথে কাঁকশিয়ালী নদীর নাজিমগঞ্জ এলাকায় পৌছালে নৌকার তলদেশ ফেঁটে গভীর পানিতে তোলিয়ে যায়। সাথে সাথে নৌকার মাঝিসহ বাকীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, তবে এতে কোন প্রানহানী ঘটেনি। এদিকে নৌকাটিতে ৮০০ফুট বালু ধারন ক্ষমতা থাকলেও তার অধিক পরিমাণ লোড করায় এ দূরর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা এ প্রতিনিধিকে জানান। নৌকার মালিক আশারাফ হোসেন রনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বালু ভর্তি নৌকাটি নদীতে ডুবে গিয়েছিল। পরে স্থানীয় জনগন ও ডুমুরী দিয়ে ক্ষতিগ্রস্থ নৌকাটি উদ্ধার করে নদীর তীরে আনতে সক্ষম হয়েছি।