পাটকেলঘাটা প্রতিনিধি: মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট পরমানু বিজ্ঞানী শিক্ষাবিদ এবং তালা উপজেলা কিন্ডার গার্টেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম মতিউর রমানের স্মরনে তালা-পাটকেলঘাটা কিন্ডার গার্টেন সমিতি শোকসভা ও দোয়া মাহফিল করেছে। সোনামনি কিন্ডার গার্টেন হলরুমে উপজেলা কিন্ডার গার্টেনের ভারপ্রাপ্ত সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মরহুমের ছোট ভাই প্রফেসর নজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন তার স্মৃতির স্মরনে বক্তব্য রাখেন, ড. এম মতিউর রহমানের বড় ভাই আব্দুর রহমান, আকসার আলী, দীলিপ ভট্রাচার্য, আব্দুল হালিম, খান হামিদুল ইসলাম প্রমূখ। এর আগে সকালে কিন্ডার গার্টেনের শিক্ষকরা মরহুমের কবর জিয়ারত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল আলিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল আমিন মাদ্রাসার শিক্ষক মাওঃ রেজাউল করিম।