এফএনএস: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছের খামারে চুরি অভিযোগ তুলে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আমানতপুর গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম জানান। নিহত মো.সোহাগ (৩০) ওই গ্রামের সেলিম উল্লার ছেলে। স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ বলেন, সোহাগ তাদের বাড়ির পাশে চাচার দুটি মাছের খামার দেখাশুনা করতেন। ওই খামারের পাশে জিরতলী ইউনিয়নের মজুমদারহাট এলাকার কালামের মাছের খামার রয়েছে। রাতে কালামের খামারের মাছ চুরির জন্য সোহাগকে দোষারোপ করলে এ নিয়ে তাদের মধ্যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে কালামের অনুসারীরা সোহাগকে তার বাড়ির সামনে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।