এফএনএস: প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়ের চার নম্বর ভবনের সপ্তম তলার একটি কক্ষে অগ্নিকান্ড ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব আশাফুর রহমানের কক্ষে ধরা ওই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে ওই ভবনের ৬২৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। সচিবালয় ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, এসি ব্যবহারের জন্য বৈদ্যুতিক সুইচ বোর্ডের ওপর ভেজা টাওয়াল ছিল। সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। তবে আমরা খবর পেয়ে আসার আগেই তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সচিবালয়ের এ ভবনে আইন মন্ত্রণালয় ছাড়াও কৃষি, খাদ্য, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এদিকে, সচিবালয়ে আগুন লাগার খবরে অফিস দিবসের শেষ সময়ে বের হতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই আগুন লাগার খবরে তাড়াহুড়ো করে নামতে থাকেন।