যশোর প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শতখালী থেকে বৃহস্পতিবার এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। তবে ওই যশোর শহরতলীর রাজারহাট এলাকার শাহীন ওরফে পাগলা শাহীনের বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। ছাত্রলীগের বিদায়ী কমিটির সম্পাদক মন্ডলীর এ সদস্য সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মাগুরা-যশোর সড়কের শতখালী এ আর জুটমিল সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে শালিখা থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। ওই ব্যক্তির বাম কানের নিচে গুলিটি ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। তবে পুলিশ এখনো মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি। যশোরের বিভিন্ন সূত্র বলছে,গুলিতে নিহত ওই ব্যক্তি যশোর শহরতলীর রাজারহাট এলাকার শাহীন ওরফে পাগলা শাহীন। দলীয় সূত্র বলছে,শাহীন জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সম্পাদক মন্ডলীতে ছিলেন। পরে তিনি যুবলীগের সঙ্গে সম্পৃক্ত হয়। যুবলীগের একজন নেতা জানান,শাহীন সংগঠনের সদর উপজেলা কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি।২০১৪ সালের ২৫ মে আলমগীর হোসেন রাজারহাট এলাকায় আক্রান্ত হয়। দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে জখম করে। প্রায় এক মাস পর আলমগীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান বলেন, মাগুরায় একটি লাশ উদ্ধার হয়েছে বলে শুনেছি। তবে লাশটি এখনো শনাক্ত হয়নি। এদিকে,মাগুরার অ্যাডিশনাল এসপি তারিকুল ইসলাম জানান,দুই মাস আগে একই এলাকা থেকে পুলিশ কানের নিচে গুলিবিদ্ধ অরো একটি মরদেহ মরদেহ উদ্ধার করেছিল।