সকালে উঠে খালি পায়ে
হাঁটতে হবে শিশির সিক্ত ঘাসে
মাটির ইলেকট্রন পাবে শরীর
রোগ প্রতিরোধ হবে অনায়াসে।
যারা প্রতিদিন সকালে হাঁটে
সবুজ ঘাসের উপরে
তাদের স্নায়ু থাকে সতেজ চাঙ্গা
তারা ভোগে না ব্লাড প্রেসারে।
নিয়মিত হাঁটলে রক্তের সেল হয় সক্রিয়
হৃদরোগের ঝুঁকি দেয় কমিয়ে
দেহের নেগেটিব শক্তি থাকে না দেহে
যায় সব বেরিয়ে।
প্রতিদিন হাঁটলে থাকে না প্রদাহ
সুস্থ থাকে দেহের কোষ
ক্যান্সারের ঝুঁকি থাকে না কভু
শরীর থাকে নির্দোষ।
প্রতিদিন সকালে নিয়মিত হাঁটতে
মস্তিস্কে বেড়ে যায় হরমোন
দৃষ্টিশক্তি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে
রাতে হয় ভাল ঘুম।
ডায়াবেটিস রোগীর হাঁটতে হবে
হাঁটার নেই কোন বিকল্প
অলসতায় হবে স্বাস্থ্যহানি
আয়ূ হবে স্বল্প।
তাই ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে
বেরুতে হবে সকালে
দেহ মন রবে সদা প্রফুল্ল
যাবে না জীবন অকালে।