যশোর প্রতিনিধি: যশোর তাবলীগ জামাতের একাংশের বুধবার প্রেসক্লাব যশোরে শুরা সদস্যের তিনজনকে অবৈধ দাবি করে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে। অবৈধ দাবি করা হয়েছে তাদের নাম মাস্টার নজরুল ইসলাম,মসিহুর রহমান ও লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য বান্দা আব্দুল বারী,মাওলানা আব্দুর রহমান,বান্দা ইঞ্জিনিয়ার খায়রুল আলম,সাথী এনামুল হক,আবু আশরাফ, রেজাউল ইসলাম রাজু,গাজী আনোয়ার হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিন চিল্লার সাথী এস এম ইয়ামিনুর রহমান জানান,গত ৩ ডিসেম্বর সোমবার যারা যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন তারা কেউই মূলধারার তাবলীগের সাথে সনম্পৃক্ত নন। দাওয়াত ও তাবলীগের ইতিহাসে কোনো বিক্ষোভ মিছিল চাঁদাবাজি কখনো দেখা যায়নি। কিন্তু যশোরে তারা এ সব করেছেন। সমাবেশে মিথ্যাচার করেছেন,মৃত ইসমাঈল হোসেন মন্ডল তাদের সাথি। অথচ এ ইসমাঈল হোসেন মন্ডল তাবলীগের মূল ধারার নিজামুদ্দিন অনুসারী সাথী। মাদ্রাসা ছাত্রদের নিয়ে তারা দ্বীনের নামে সন্ত্রাসী ও আগ্রাসী সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।