দক্ষিন শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালীগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নবযাত্রা প্রকল্পের আয়োজনে। অত্র ইউনিয়নের ১২ টি ভিডিসি – এমসিএইচএন থিমেটিক গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসম্বর বুধবার সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম (মন্টুর) সভাপতিত্বে, ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার। তিনি সভায় ভিডিসি এমসিএইচএন থিমেটিক গ্রুপের সদস্যদের ভূমিকা, দায়িত্ব-কর্তব্য, বিভিন্ন সেবা কেন্দ্র রক্ষনাবেক্ষণ, মা ও শিশুর পুষ্টি বিষয়ে ধারণা ও স্বাস্থ্য সেবার তথ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মিজানুর রহমান, আঃ কাদের, শামীমা সুলতানা ও মুকুল প্রমুখ।