একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে খুলনা জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। এক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীকে উক্ত দলের অনুকূলে সংরক্ষিত প্রতীক বরাদ্দ করা হবে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নির্ধারিত কোন প্রতীক বরাদ্দ করা হবে। তবে স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দের সময় যতদূর সম্ভব প্রার্থীর পছন্দের প্রতি লক্ষ্য রাখা হবে। প্রতীক বরাদ্দের পর পরই প্রতীকের একটি নমুনা সংশ্লিষ্ট প্রার্থীকে সরবরাহ করা হবে যা নির্বাচনী প্রচারণায় প্রার্থী ব্যবহার করবেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।-তথ্য বিবরণী