পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটায় দীর্ঘ ৪০ বছর পর সম্পূর্ন রুপে বন্ধ হলো দুটি সিনেমা হল। গত ৫ বছর আগে পাটকেলঘাটায় চ্যালেঞ্জ সিনেমা হলটি বন্ধ হলেও ধীর গতিতে চলছিলো মামুন সিনেমা। কিন্তু ২০১৭ সালের শেষের দিকে মামুন সিনেমা হলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে অনেক সিনেমা প্রিয় মানুষ পাটকেলঘাটায় হল না থাকায় সাতক্ষীরা হলগুলোতে যাচ্ছে। পাটকেলঘাটায় সর্ব প্রথম মামুন সিনেমা হলটিতে ৪০ বছর আগে “মিন্টু আমার নাম ” ছবি দিয়েই শুরু হয় সিনেমা হলের শুভ উদ্ভোধন। খুব সুন্দর ভাবে চলতে থাকে পাটকেলঘাটায় গড়ে উঠা হলটি। দূর দূরন্ত থেকে সিনেমা প্রিয় দর্শকরা আসতে শুরু করে বিভিন্ন ধরনের নায়ক, নায়িকাদের ছবি দেখতে। আর এলাকার সিনেমা প্রিয় দর্শকরা তো আছ্।ে আস্তে আস্তে পাশ্ববর্তী গড়ে উঠে চ্যালেঞ্জ সিনেমা হল নামে আর একটি হল। পাল্লা দিয়ে চলতে থাকে পাটকেলঘাটায় দুটি হল। আস্তে আস্তে বন্ধ হয়ে যায় চ্যালেঞ্জ সিনেমা হলটি। কয়েক বছর যেতেনা যেতে মালিক পরিবর্তন হয়ে মামুন সিনেমা হলটির নাম পরিবতন করে জ্যোতি সিনেমা নামে চলতে থাকে। কালের বিবর্তনে আজ পাটকেলঘাটায় সিনেমা হল দুটি বিলুপ্ত। নেই জনপ্রিয় সিনেমা হল দুটির কোন নিশানা।