কোন দেশের উন্নয়নের এবং অগ্রগতির যতগুলো মাধ্যম তার অন্যতম হলো যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রতিয়মান যে দেশের যাতায়াত ব্যবস্থা যত উন্নতি ঘটেছে সেই দেশের অবকাঠামোগত সহ অর্থনৈতিক উন্নয়ন ততোবেশী ত্বরান্বীত হয়েছে। আমাদের দেশের বাস্তবতায় সড়ক এবং মহাসড়ক গুলোর ব্যাপক উন্নয়ন ঘটেছে। অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। আমাদের দেশের বর্তমান উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভাবে যে বিষয়টির নাম আলোচনায় এবং বারবার আলোচিত তা হলো যাতায়াত ব্যবস্থার উন্নয়ন আর যাতায়াত ব্যবস্থার উন্নয়ন বলতে বোঝায় সড়ক এবং মহাসড়কের উন্নয়ন, সহজলভ্য যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। আমাদের উন্নয়ন সত্যিকার অর্থে বিস্ময়কর, আন্তর্জাতিক বিশ্বে তথা বিশ্বের দেশে দেশে আমাদের দেশের উন্নয়নের কথকথা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংগঠন তথা আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগের বিষয়টিও বিশেষ ভাবে আলেখ্য। বিশ্বের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশটি অতি দ্রুততার সাথে নিজেকে সমৃদ্ধশালী এবং আলোকিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় একদা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে বিবেচিত বা চিহিৃত করলেও বর্তমান সময়ের চিত্র আর বাস্তবতা সম্পূর্ণভাবে ভিন্ন, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার বর্তমান সময়ের উন্নতি আগামী দিনগুলোতে আরও ত্বরান্বীত হোক। লাল সবুজের বাংলাদেশ আরও এগিয়ে যাক এই প্রত্যাশা দেশবাসির।