কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোরে কেশবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদেরকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের পিতা বাদি হয়ে প্রতি পক্ষের ৩ জনের নামে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পরচক্রা গ্রামের মৃত আহম্মাদ মোড়লের ছেলে আমজাদ আলী মোড়লের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয়ে একই গ্রামের মৃত বেলায়েত মোড়লের ছেলে আজিজুর রহমানের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। এবং আজিজুর রহমান গং বিভিন্ন সময় আমজাদ আলী মোড়লের পরিবারকে ক্ষয়ক্ষতি ও মারপিট সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছে। যার জের ধরে গত ৯ ফেব্র“য়ারী দুপুরে আমজাদ মোড়লের ছেলে ইসমাইল হোসেন মোড়লকে হাবিবুর রহমানের ঘেরের পাশে একা পেয়ে আজিজুর রহমান, তার ছেলে মাহবুর রহমান ও মোখলেছুর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে তার প্রতিবাদ করলে তারা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট শুরু করে। তার চিৎকারে ইব্রহীম হোসেন ছটে এলে তাকেও মারপিট করে। তাদের চিৎকারে এলাকাবাসি ছুটে এলে আজিজুর রহমান গং তাদের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় ইসমাইল হোসেন(২৬) ও ইব্রহীম হোসেন(৩০) গুরুতর আহত হয়। আহতদেরকে চিকিৎসার জন্য কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের পিতা আমজাদ হোসেন বাদি হয়ে আজিজুর রহমান, তার ছেলে মাহবুর রহমান ও মোখলেছুর রহমানসহ ৩ জনের নামে গত ৯ ফেব্র“য়ারী কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছে। এবিষয়ে আজিজুর রহমান বলেন বিষয়টি সত্য নয়। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।