মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ নলতা ওরস শরীফে যাওয়ার পথে কালিগঞ্জে কলেজে মোড়ে গতকাল রাত ৮টায় সড়ক দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার মৌতলা ইউনিয়নের শামসুর গাজীর ছেলে শামীম গাজী (২০) তার সহোদর মুন্না গাজী (১৩) ও তাদের দুলাভাই খাঁনপাড়া গ্রামের মুর্শিদ গাজী (৩৫)। পরিবারের সদস্যরা জানান, শামীম, মুন্না ও মুর্শিদ একটি মটর সাইকেলে নলতার উদ্যেশ্যে বাড়ি থেকে বাহির হয়। তারা কালিগঞ্জ সরকারি কলেজের সামনে পৌছলে শ্যামনগর মুখি একটি ইঞ্জিন চালিত ভ্যানকে তাদের মটর সাইকেল সাইড দিতে যেয়ে নিজেরা রোডের উপর পড়ে যেয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার ব্রিগেডে সংবাদ দিলে দ্রুত তিন জনকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তিন জনের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।