যুগে যুগে ইসলামের আলো ছড়াতে বিশ্বের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে পবিত্র ধর্মালয় মসজিদ। মুসলিম বুজুর্গ ব্যক্তিরা এগিয়ে এসেছেন এসব মসজিদ নির্মাণে। মসজিদের মাধ্যমে সব মানুষকে ডাকা হয়েছে শান্তির ধর্মের ছায়াতলে। এসব মসজিদের মাধ্যমে প্রসার ঘটেছে ইসলাম ধর্মের। ইসলামের ডাকে বহু মানুষ সাড়া দিয়েছে। বদলে গেছে সেখানকার সামাজিক, ধর্মীয় ও নীতি-নৈতিকতার চালচিত্র। নানারকম ঘটনার সাক্ষী হয়ে আজও টিকে আছে সে সব মসজিদ। আজকের আয়োজনে থাকছে বিশ্বের পুরনো মসজিদ সম্পর্কে বিস্তারিত : উকবা মসজিদ (তিউনিশিয়া ৬৭০ সাল)- ঐতিহাসিক একটি মসজিদ ‘উকবা মসজিদ’। এই মসজিদ তিউনিশিয়ার কাইরুয়ান নগরীতে অবস্থিত। এ কারণে বিশ্বের কাছে মসজিদটি কাইরুয়ান জামে মসজিদ নামেও বহুল পরিচিত। ৬৭০ সালে আরব সেনানায়ক উকবা ইবনে নাফি কাইরুয়ান নগরীতে এটি নির্মাণ করেন। পরে বহুবার এর সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এর বিস্তৃতি প্রায় ৯ হাজার বর্গমিটার। মসজিদে পাঁচটি গম্বুজ ও নয়টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের প্রাচীর নির্মাণ করা হয়েছে ইট ও পাথর দিয়ে। পরবর্তীকালে এটি মাগরেবে অবস্থিত অন্যান্য মসজিদের মডেল হিসেবে গণ্য হয়। প্রাচীনতম এই মসজিদটি বিশ্বের খ্যাতিমান কয়েকটি মসজিদের মধ্যে অন্যতম। উকবা মসজিদ উত্তর আফ্রিকার চিত্তাকর্ষক ও বৃহৎ স্থাপনার একটি। সমসাময়িক প-িতরা এই মসজিদকে ইসলামিক চিন্তাধারা এবং বিজ্ঞান শিক্ষার কেন্দ্র হিসেবে বিবেচনা করতেন।-সংগৃহীত