দেবহাটা অফিস ॥ প্রতিবছরের ন্যায় এ বছরও দেবহাটায় গতকাল বিকালে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব পালন করা হয়। বিপুল সংখ্যক ভক্তদের অংশ গ্রহনে জাকজমক ভাবে জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন করে দেবহাটার মাঠবাড়ী মন্দির রথযাত্রাকে কেন্দ্র করে উপজেলা সদরে নানান ধরনের পরসা সাজিয়েছে ব্যবসায়ীরা। দুরদুরান্ত হতে ভক্তরা এসেছে। বিকাল পাঁচটায় মাঠবাড়ী মন্দির প্রাঙ্গন হতে রথযাত্রার শুরু হয় মাঠবাড়ী মন্দিরের পুরোহীত স্বপন গে¦াসামী, রতন গে¦াসামী, সাদ মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।