নোয়াপাড়া প্রতিনিধি ॥ দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ও পাঠাগার কার্যালয় উদ্বোধন করলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান। গতকাল বিকালে উপজেলার গাজীরহাটে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি শেখ মারুফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগ সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি শরিফুল ইসলাম সম্পাদক আল আমিন প্রমুখ।