সকালে উঠিয়া চাষি
আকাশের দিকে চায়,
একটু বর্ষা হলে চাষি
বিলের দিকে যায়।
চারিদিকে ধু ধূ
ঘুঘু ডাকে শুধু,
ব্যাং ডাকে না ঘ্যাঁ ঘোঁ
শামুক ঝিনুক কোথায় গো?
চ্যাং শৈল কৈই
ধানে ফুটবে না আর খই,
গগনে কি আর আছে জল।
গাছে আর ধরবে না ফল।
ভূগর্ভে কি আর আছে পাণি?
চিন্তা ভাবনা শেষ নাই জানি।
বর্ষা বাদল নাই
চাষি কেথায় যাই,
আয় চাষি ভাই আয়
সবাই মিলে যাই,
ধান করি বুনুনি
ঘরে তুলতো ফসল শুনোনি।