সখিপুর প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুতি সভা করেছে। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্দুর শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ইউনিয়ন সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা মহিউদ্দীন মোড়ল, মাহবুবুল হক ফয়জুল, শহিদুল ইসলাম, আঃ সালাম, আব্দুর রহমান, হারুন-অর-রশিদ, আমিনুর রহমান প্রমুখ। ঈদ গাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।