নলতা প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী পালন করা হয়েছে। কলেজের নব নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৩ আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে মহামরি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনাতা সৃষ্টির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার এলাকায় জনগনের মাঝে লিফলেট বিতরণ, বিশেষ বিশেষ জায়গায় ময়লা-আবর্জনা ও আগাছা পরিস্কার এবং মশা নিধনের জন্য কীটনাশর স্প্রে করা হয়।