বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগরে ২৩ পিছ ফেনসিডিল ও ইয়াবাহসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গোডাউন মোড় নামক স্থানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রমজাননগর মৃত মান্নান শেখের ছেলে উজ্জ্বল শেখ এবং সদর ইউনিয়নের নকিপুরের, মৃত খাজা নাজিমুদ্দিনের ছেলে শহীদুল্লাহ। জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে শ্যামনগর থানা ওসি আলহাজ্ব নাজমুল হুদার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ অভিযানে পরিচালনা কালে, এস আই রফিক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে, গোডাউন মোড় নামক স্থান থেকে ২৩ পিছ ফেনসিডিলসহ মাদক সম্রাট উজ্জ্বল ও শহিদুল্লাহকে গ্রেফতার করেছে। অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেন্দিনগর গ্রাম থেকে ইয়াবাসহ হাফিজুর গাজীকে আটক করা হয়। পুলিশের উপ-পরিদর্শক মোঃ আল-মামুন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর কাকড়ঘাটা গ্রামে সামছুর গাজীর ছেলে হাফিজুর গাজীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, মাদক আইনে মামলা দিয়ে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।