বেনাপোল প্রতিনিধি ॥ য়শোরের শার্শায় ব্যাপক উৎসব আনুষ্টানিকতার মধ্যদিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাডীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। পরে বিশাল এক রেলী শার্শা বাজার প্রদক্ষিন করে। উপজেলা অডিটরিয়াম নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ শেখ আফিল উদ্দিন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞ্,ুভ্ইাস চেয়ারম্যান মেহেদী হাসান,মুক্তি যোদ্ধা নাসির উদ্দিন,সমবায় অফিসার এবি এস এম আককাস আলী,সাংবাদিক এম এ রহিম,সমবায়ি মতিয়ার রহমান্,ফারুক হোসেন প্রমুখ। অতিথিদেরকে ফুলদিয়ে শুভেচ্চা জানানো হয়। উপজেলার শ্রেষ্ট সমবায় সমিতি হিসাবে রিপোটার্স মাল্টিপারপাস সমবায় সমিতি মুক্তিযোদ্ধা সমবায় সমিতি,আল আলিম সহ ৭টি সমবায়কে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।