স্টাফ রিপোর্টার ॥ খুলনা বিভাগীয় প্রাথমিক উপপরিচালক মেহেরুন্নেছা বলেছেন আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ আর তাই শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতন, পুষ্টি সর্বোপরি নৈতিক জ্ঞান সমৃদ্ধ ভাবে গড়ে তুলতে হবে। শিশুদেরকে পিতৃ¯েœহে এবং মাতৃ¯েœহে পাঠদান করাতে হবে। প্রতিটি সন্তান আমার সন্তান এমন সুদৃষ্টির প্রসার ঘটাতে হবে। তিনি গতকাল সাতক্ষীরার বিনেরপোতায় ‘প্ল্যানিং ওয়ার্কশপ অফ স্কুল ইফেকটিভিনেস প্রোগ্রাম ইন সাতক্ষীরা’ বিষয়ের উপর কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিটিআই সুপার রাউফার রহিম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার সহ উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।