জিএম আমিনুর রহমান কৈখালী থেকে: শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারের ঈদগাহ ময়দানটি পড়ে আছে সংস্কারের অভাবে। ভেটখালী বাজার সংলগ্ন ১০০ বছর পূর্বের তালেব আলী গাজীর ঈদগাহ ময়দানটি জরাজির্ন্ন অবস্থায় পড়ে আছে। বাজারের দোকান্দার সহ পথচারী ব্যক্তিরা এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করে থাকে। শুধু সংস্কারের অভাবে মুসুল্লিদের নামাজ পড়তে খুবই অসুবিধা হয়। মাঝে মাঝে বৃষ্টির ফলে ঈদগাহ ময়দানের ভিতরে পানি জমে যায়। ঈদগাহ ময়দানটিতে চারিপাশে দেওয়াল থাকলেও কোন গেট না থাকার কারনে গরু, ছাগল, কুকুর প্রবেশ করে মলমূত্র করে। ঈদগাহ ময়দানটি কয়েক বছর আগে ভেটখালী গাজী বাড়ী জামে মসজিদের কমিটির সদস্যরা দেখাশুনা করে আসছিল কিন্তু বর্তমানে এটি দেখাশুনার অভাবে মুসুল্লিদের নামাজ আদায় করা খুব কষ্টকর হয়ে পড়েছে। ঈদগাহ ময়দানটিতে পর্যাপ্ত পরিমান ইট থাকলেও অর্থের অভাবে সংস্কার হচ্ছে না। বাজারের মুসুল্লিগন নামাজ পড়তে চরম দূর্ভোগে পড়েছে। এ যেন দেখার কেউ নেই। এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের রেশারেশির ফলে ঈদগাহটি সংস্কার হচ্ছে না। প্রতি বছর বর্ষার মেীসুমে ঈদগাহ পুকুরটির পানি নিস্কাসনের পথ না থাকায় পুকুরটি পানি ভরে ঈদগাহের ভিতরে চলে আসে। তাতে করে বাজারের মুসুল্লিদের নামাজের চরম ব্যঘাত ঘটে। বিষয়টি নিয়ে বাজারের মুসুল্লিগন উপজেলা চেয়ারম্যানের সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।