মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে রায়মঙ্গল নদী সংলগ্ন সুন্দরবনে নটাবেকী এলাকা থেকে ১টি ডিঙ্গি নৌকা,১০টি অবৈধ ফাইবার জাল সহ ৪ জন কে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্মাট পেট্রোলিং টিম ২ ফরেষ্ট বনবিভাগের সদস্যরা।গতসোমবার সন্ধ্যা ৬ টার দিকে অবৈধ জাল দিয়ে মাছ ধরছে জেলেরা এই গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা স্মাটটিম ২ অফিসার নাসির উদ্দিন এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে সুন্দরবন রায়মঙ্গল নদী সংলগ্ন নটাবেকি এলাকা নামক স্থানে অভিযান চালায় এসময় ১টি ডিঙ্গি নৌকা ১০ পিচ ফাইবার জাল সহ ৪ জন কে আটক করে।আটক কৃত হলো শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নে সোনাখালী গ্রামে মোমিন ছেলে আশরাফ(৪০ আকবার গাজী ছেলে আনছার(৩০)আফছার (২৮)আনছার ছেলে জামাল(৩২)।এবিষয় স্মার্ট টিমের সদস্য শফিকুল কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বিকার করে বলেন ১টি ডিঙ্গি নৌকা, জাল, সহ ৪ জন কে নটাবেকি ফরেষ্ট অফিসে নিয়ে আাসি গত সোমবার সন্ধ্যা হওয়ার কারনে লোকালয়ে আসা যায়নি।গতকাল মঙ্গলবারবেলা ১১টার দিকে ৪ জন কে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা কোট হাজতে প্রেরন করা হয়।