এফএনএস: মাদারীপুরের কালকিনিতে ডোবায় ডুবে দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতিভূষণ বাড়ৈ জানান। এরা হলো- উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামের অনিমেশ রায়ের ছেলে অর্ঘ রায় ও প্রাজ্ঞ রায়। ইউপি চেয়ারম্যান বিভুতি ভূষণ বাড়ৈ বলেন, অর্ঘ ও প্রাজ্ঞ বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতদের বাবা বলেন, আমাদের অখেয়ালে আমার বাচ্চা দুটি পানিতে ডুবে মারা গেছে।