দেবহাটা অফিস ॥ সরকারি ভাবে দেবহাটার পাঁচটি ইউনিয়ন হতে কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের লক্ষে গতকাল প্রকৃত কৃষকদের তালিকা গতকাল লটারির মাধ্যমে নির্ধারন করলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ গনি ও নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সহ ধান ক্রয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ হলরুমে উক্ত বাছাই অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন হতে দুইশতজন, পারুলিয়া ইউনিয়ন হতে দুইশত জন, সখিপুর একশত পঞ্চাশ জন নোয়াপাড়া দুইশত দশজন, সদর ইউনিয়ন সাতানব্বুই জন।