বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছোট ভেটখালী এক কিলোমিটার হেরিং বন্ড রাস্তা নিম্নমানের ইট দিয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগে জানা যায় দীর্ঘ প্রত্যাশার পরে রাস্তাটি পাকা করা হচ্ছে। যে ইট দিয়ে পাকা করার কথা সেটি না দিয়ে সর্বনিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যে পরিমাণে বালি দেয়ার কথা সে পরিমাণের বালিও দেয়া হচ্ছে না। সিডিউল অনুযায়ী রাস্তার কাজ না করে চিকন করে রাস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন। সরাজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদার ও কাজ তদারকির দায়ীত্বে থাকা ব্যক্তি স্থানীয় প্রভাবশালী এক নেতার পরিচয় দিয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করে যাচ্ছে। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আমাদের রাস্তাটি যেভাবে ছিল ওইভাবে ভালো ছিল এখন যেভাবে রাস্তাটি নির্মাণ করছে কয়েকদিন যেতে না যেতেই আবার আমাদেরকে সমস্যায় ভুগতে হবে। এক নম্বর ইট দিয়ে রাস্তা করুক বা দুই নম্বর দিয়ে করুক তাও না চার নম্বর ইট ও তিন ইঞ্চির বেশি বালি দিচ্ছে না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল হাকিমের সাথে কথা হলে তিনি বলেন, এক নম্বর ইট দিয়ে রাস্তা করা হচ্ছে ভুলক্রমে এক দুই ট্রলি খারাপ ইট যেতে পারে কিন্তু এক নম্বর ইট দিয়ে রাস্তা করা হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে রাস্তা চিকনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিআইও স্যার চিকন করে রাস্তাটি বাড়ানোর জন্য বলেছে। কাজটি পিআইও অফিস সার্বক্ষণিক তদারকি রাখছে। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল বলেন, ভালো ইটের সাথে অধিকাংশ নিম্নমানের ইট দিয়েছে সেগুলো আমরা মেনে নিতে পারছিনা এই ইট দিয়ে আমরা রাস্তা করতে দেব না। এ বিষয়ে উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, এ ধরনের ইট দিয়ে রাস্তা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম আবুজর গিফারী বলেন, এ ধরনের অনিয়ম ভাবে কাজ করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমি কাজগুলো পরিদর্শন করব যদি খারাপ হয় তাহলে কাজ বন্ধ করে দেয়া হবে। দ্রুত রাস্তার কাজ নির্মাণ করছে বিষয়টি জরুরি প্রশাসনিভাবে না দেখলে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ শেষ করবে। এলাকাবাসী জরুরি ভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।