কুলিয়া প্রতিনিধি ॥ কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের নেতৃত্বে সালিশ পরিচালনার সময় প্রতিপক্ষ কর্তৃক হামলা সহ ভাংচুরের ঘটনার অভিযোগ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর বারটার দিকে ঘটনা ঘটেছে বলে জানাগেছে এবং গ্রাম আদালত পরিচালনা সংক্রান্ত বিরোধ, বিবাদ, অভিযোগ, পাল্টা অভিযোগের ও হট্টগোলের সূত্রপাত ঘটে সালিশ বৈঠক শুরুর পর হতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম অভিযোগ করেছে প্রাক্তন চেয়ারম্যান আসাদুল এর ভাইপো রিয়াজুল ইসলাম বাবু সালিশ বৈঠকের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে এবং সালিশের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরবর্তি সময়ে প্রাক্তন চেয়ারম্যানের পুত্র সহ কয়েকজন চেয়ারম্যান কক্ষে প্রবেশ করে আমাকে আহত করা সহ আসবাব পত্র ভাংচুর করে। প্রাক্তন চেয়ারম্যান আসাদুল হক বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধোরের ও ভাংচুরের ঘটনা ঘটেনি। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন ধরনের ঘটনা সাজানো হয়েছে। কুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্ভুত ঘটনা জেনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ মেম্বর ও স্থানীয় জনসাধারনের সাথে কথা বলেন। কুলিয়ার বর্তমান চেয়ারম্যান এমাদুল ইসলামের সাথে প্রাক্তন চেয়ারম্যান আসাদুল হকের বিরোধ দীর্ঘ দিনের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম এমাদুল ইসলামের ভাই। ঘটনার পর পরই নির্বাহী অফিসারের পাশাপাশি দেবহাটা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে বিষয়টি নিয়ে উত্তেজনা করছে।