পাইকগাছা (সদর) প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বুধবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান। “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য” বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।