এফএনএস: নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ১৮ থেকে ৩১ মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে গতকাল সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পিএসসি বলছে, ইতোমধ্যে নেওয়া পরীক্ষাগুলোর ফলাফল এই সময়ে প্রকাশ করা হবে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে ১৮-৩১ মার্চ পর্যন্ত সময়ে পিএসসির কতগুলো পরীক্ষা স্থগিত হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।