ওগো আমার স্নেহময়ী তনয়,
তুমি পূরণ করিবে আমার একটি অভিপ্রায়?
বলো গো বাবা, তোমার কি ইচ্ছা?
মোর প্রানের বিনিময়ে করিব চেষ্টা।
আমার মৃত্যুর পরে রেখে যাব কোটি টাকা,
সঙ্গে নিতে চায় শুধু এই ছেড়া মোজা।
বলো কি বাবা এই তোমার ইচ্ছা।
আমি জয়ী হব, থাকো তুমি নিশ্চিন্তা।
একদিন হঠাৎ আমার হলো মৃত্যু,
পুত্র ইচ্ছা পূরণ করিতে প্রস্তুত।
সবাই বলে ঘর থেকে বের কর লাশ,
কেউ খোড়ে কবর, কাটে কাঁচা বাঁশ।
আমায় গরম পানি দিয়ে করিল পাক,
সন্তানের কান্ড দেখে সবাইতো অবাক।
সন্তান আমার পরাতে চায় ছেড়া মোজা,
সবাই মিলে মোর ছেলেকে দেয় বকা।
আমি নূর ইসলাম তোমার বাবার বন্ধু
তিনি মৃত্যুর আগে চিঠিখানা দিয়েছিল আমায়
কাহিল পুত্র মোর ইচ্ছা পূরণ করিতে থাকিবে অন্ধ
চিঠিখানা সবার সামনে পড়িতে বলিও বন্ধু।
জানি আমজ, ইচ্ছা পূরন করিতে হচ্ছো ব্যর্থ,
সাদা কাপড় ছাড়া আমি নেয়নি কোন অর্থ।
একটি ছেড়া মোজা আমায় দিতে পারলেনা,
তুমি পূরণ করতে পারনি আমার বাসনা।
তোমারও মৃত্যুর পরে কিছুই দেবেনা সঙ্গে,
শুধুই সাদা কাপড় জড়ানো থাকবে তোমার অঙ্গে।
আল্লাহর আইন-কানুন কতই না মহান,
তাই, মৃত্যুর আগে সম্পদ হালাল পথে করদান।