বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল মৃত্যুবরণ করায় তার পদটি শূণ্য হাওয়াই গত ২০ অক্টোবর ২০২০ তারিখ অনুষ্ঠিত উপনির্বাচনে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের শেখ আঃ রউফ এর পুত্র শেখ মকছুদুর রহমান মুকুল নির্বাচিত হন। গত রবিবার সকাল ১১ টায় ঢাকাস্থ স্থানীয় সরকার পল্লী উন্নযন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য শেখ মাকছুদুর রহমান মুকুল কে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করে তিনি তার নির্বাচনী এলাকার জনসাধারণ কে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সৎ ও নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।