বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২ টায় নবলোকের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা প্রাণি সম্পদ অফিস মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, নবলোক প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর প্রমূখ। অনুষ্ঠানে মাঠ পর্যায়ে মৎস্য, কৃষি ও প্রাণি সম্পদ কর্মকর্তাদের নিয়ে কৃষকদের কৃষি কাজে আধুনিকতায় উদ্বুদ্ধ করণ, রাসায়নিক সার এর পরিবর্তে জৈব সারের ব্যবহারে আগ্রহ সৃষ্টি, জলবায়ু প্রভাবের ফলে খাপ খাওয়ানো কৌশল আয়ত্ব করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা ও কৃষি বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষের পরামর্শ ও সহায়তা গ্রহণ করা মত বিনিময় সভায় স্থান পায়।