বিশেষ প্রতিনিধি ॥ মুজিববর্ষে শ্যামনগর উপজেলায় অনলাইন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “যুক্তির আলোয় ঘুচে যাক অন্ধকার, মুজিবর্ষে এই হোক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বে-সরকারি সংস্থা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী সংস্থা ভাব-বাংলাদেশের প্রযুক্তি সহযোগিতায় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বাছাইকৃত ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে মাসব্যাপী এই প্রতিযোগিতায় ফাইনালে নকিবুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে কাঁঠালবাড়ীয়া এ জি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। অনলাইন এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর ড. জসিম উজ জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমূখ। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ও প্রোগ্রাম অফিসার ওসিসি প্রণব বিশ্বাস।