বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সরকারি-বেসরকারি এবং মৌ পণ্যের সাথে সম্পৃক্ত ষ্টেকহোল্ডারদের নিয়ে পলিসি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় বাসা ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফ এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে টেকসই মৌ-চাষ উন্নয়ন এবং মৌপণ্য বিপননের মাধ্যমে মৌ-চাষীদের আয় বৃদ্ধি করন (পিএসিই) প্রকল্পের আওতায় কর্মশালায় উপজেলা নিবার্হী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহিদুর রহমান, উপজেলার প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, বাসা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, মৌ-চাষী ও মধু ব্যবসায়ীবৃন্দ। মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন, প্রফেসর ড. আহসানুল হক স্বপন।