মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাড়দ্দহা সমাজ কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়। পরিষদের সদস্য শিক্ষার্থী হাসান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ জমাত আলী, সাবেক ইউপি সদস্য রহমত আলী, সাবেক ছাত্রলীগের নেতা মহিবুল্লাহ রনি, নিতাই সরদার প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কমিটিতে সাংবাদিক ইমরান আলীকে সভাপতি ও রাকিব হোসেন সম্রাটকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য দ্বায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি আরিজুল ইসলাম, বাইজিদ আলম মধু, সহ-সাধারণ সম্পাদক মহাসিন আলম, যুগ্ম সম্পাদক হাসান গাজী, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, কোষাধ্যক্ষ তাপস কুমার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, শাহজাদা গাজী, আফজাল হোসেন প্রমুখ। আগামি দুই বছরের জন্য পূর্ণাঙ্গ নতুন এই কমিটি দায়িত্ব পালন করবেন।