কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে নব-অভিষিক্ত ফাদার জয় সলোমান মন্ডলের প্রথম ধন্যবাদের খ্রিস্টযাগ ও সংবর্ধনা যাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাদ্য বাঁজিয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চাঁচাই গ্রামে মা-মারিয়া গির্জার সামনের নির্দ্ধারিত মঞ্চে ফুল সিটিয়ে ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে মাঙ্গলিক করে তোলেন। ক্যাটেথ্রিষ্ট আনন্দ মন্ডলের পরিচালনায় “উপেক্ষিত প্রস্তরই, আজ হয়ে উঠেছে সংযোগ-প্রস্তর” ধর্মীয় এই বানীকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জয় সলোমান মন্ডল। এসময় তিনি বলেন, হে সর্বশক্তিমান ঈশ^র, তোমার পূণ্য বেদীপ্রান্তে আসতে আমায় অনেক অনুগ্রহ দিয়েছো। যাদের প্রার্থনা-আর্শীবাদ, অনুপ্রেরণা, উৎসাহ, ¯েœহ-ভালবাসা, ত্যাগস্বীকার, নীরব সাহায্য, সহযোগিতা-সমর্থন আমাকে তোমার দয়া অনুগ্রহকে বুঝতে ও গ্রহন করতে সর্বদা কাজ করেছে তাদের তোমার কৃপাশিষে পূর্ণ কর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা অঞ্চল কারিতাসের ধর্ম প্রদেশ বিশপ জেমস্ রোমেন বৈরাগী, ফাদার যাকোব বিশ্বাস, ভিকার জেনারেল, দানিয়েল মন্ডল, নরেণ বৈদ্য, ফিলিপ মন্ডল, ভিনসেন্ট মন্ডল, বিপ্লব বিশ্বাস, আনন্দ মন্ডল, লরেন্স ভালোক্তি, উদয় মন্ডল, মিঃ মার্টিন মিস্ত্রি প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে দুপুরে প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে গত গত ২০ নভেম্বর খুলনার মুজগুন্নি সেন্ট মেরীস গির্জায় প্রথম অভিষেক অনুষ্ঠিত হয়।