স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশের স্টিকার লাগিয়ে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় কালে ৫ প্রতারক ও ভেজাল কোমল পানীয় বিক্রয় অভিযানে ২ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আবু সাঈদ, একই উপজেলার গোপালপুর এলাকার নির্মূল সরকার, পাইকগাছা কাটিপাড়া গ্রামের আশরাফুল গাজী, একই উপজেলার গদাইপুর ইউপি সদস্য হাকিম গাজী, চরমুলই গ্রামের আজিবর রহমান, এসময় বেশ কয়েকজন পালিয়ে যায় এছাড়া ভেজাল কোমল পানি বিক্রয় সময় আজিজুল হক ও আল ইমরানকে আটক করে । জেলা ডিবি পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলী জানান আটককৃতরা সাদা প্রাইভেট কারে পুলিশের স্টিকার লাগিয়ে তারা নিরহী মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। তিনি আরো বলেন তাদের কাছে সীমানা পিলারও তক্ষক রয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আটক করা হয়।