দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার নিজেই উন্নয়নমুলক কাজের তদারকি এবং যথার্থতা যাচাই শুরু করলেন আর এর মাধ্যমে সরকারের উন্নয়নমুখি কর্মকান্ডের স্বচ্ছতা, দুর্ণিতীমুক্ত করনের যথার্থ পদক্ষেপ হিসেবেই দেখছেন দেবহাটাবাসি। যোগদানের পর হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চলমান কাজ পরিদর্শন এর অংশ হিসেবে তিনি গতকাল কুলিয়া ইউনিয়নের এলজিএসপি (তিন) প্রকল্পের পরিদর্শন সহ মাপজোক করেন। পরিদর্শন কালে তিনি বলেন সরকারি অর্থ যথাযথভাবেই ব্যবহারের বিকল্প নেই।