স্টাফ রিপোর্টার ঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেছে আঃ সালাম নামের এক ব্যবসায়ী। সদর উপজেলার আঃ সাত্তার বাদ্দীর পুত্র আঃ সালাম গতকাল দুপুরের নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎচালিত মোটরের তার সংযোজনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে মৃত্যুমুখে পতিত হয়। সাথে সাথে তাকে সদর হাসপতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করে। তরুন ব্যবসায়ী সালামের মৃত্যুর খবর এলাকায় পৌছালে শোকের ছায়া নেমে আসে। আঃ সালাম দেবহাটার পারুলিয়ার বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনিরুজ্জামানের ভাগ্নে, অত্যন্ত সামাজিক বিনয়ী, পরোপোকারী আঃ সালাম পিতামাতা এক শিশু পুত্র, এক ভাই ও স্ত্রী রেখে গেছেন। সন্ধ্যার পর তার লাশ যখন এ্যাম্বুলেন্স যোগে শাকরা গ্রামে প্রবেশ করে তখন পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসির আহাজারি আর হারানোর বেদনায় বাতাসভারী হয়ে ওঠে। বাদ এশা জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়।