বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি ঃ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ একতা যুব সংঘের আয়োজনে কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয়টি টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু, বুড়ীগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, বুড়ীগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীঃ যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,মুন্সিগঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুপদ কুমার , সাধারণ সম্পাদক বাবলুর রহমান, রুহুল আমিন গাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ, টুটুল হোসেন ও আইয়ুব আলী, ইমন প্রমুখ। উদ্বোধনী খেলায় মুন্সিগঞ্জ একতা যুব সংঘ প্রথম রাউন্ডের খেলায় জয় লাভ করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে।