বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কৃষকলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটিতে উপজেলা কৃষকলীগের সভাপতি এ বি এম মনজুর এলাহী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণঃরায় উপজেলা প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।