বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ২৩ নং বাঁশঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে সকলের সম্মতিক্রমে মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান সভাপতি ও দাতা সদস্য তপন কুমার মন্ডল সহ-সভাপতি মনোনীত হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন বিদ্যোৎসাহী (পুরুষ) আলমগীর হোসেন (মহিলা) রতœা রাণী জোতদার, ইউপি সদস্য আব্দুস সাত্তার, অঅভিভাবক সদস্য হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, সাবিনা খাতুন ও মাহফুজা খাতুন, শিক্ষক প্রতিনিধি গোলাম কাদের কিবরিয়া ও সদস্য সচিব প্রধান শিক্ষক জি এম শাহিনুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন, হাফেজ রফিকুল ইসলাম, শিক্ষক গোলাম মোস্তফা, আফরোজা পারভীন, জগদীশ চন্দ্র মন্ডল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক জি এম শাহিনুর রহমান।